বুধবার সকালে মহকুমা হাসপাতালে পরিদর্শনে যান এলাকার তরুণ বিধায়ক সুশান্ত দেব, মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়েস্ত সহ হাসপাতালে দায়িত্বে থাকা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস ও অন্যান্য আধিকারিকদের নিয়ে মহকুমা হাসপাতালে পুরুষ, মহিলা ওয়ার্ড, প্রসূতি বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলি সরজমিনে পরিদর্শন করেন তাছাড়া হাসপাতালে টয়লেট বাথরুমের অপরিচ্ছন্নতা দেখে বিধায়ক রেগে এক প্রকার অগ্নি শর্মা হয়ে ওঠে পাশাপাশি রোগীদের জন্য তৈরি করা খাবারে ঘরে গিয়েও একই চিত্র পরিলক্ষিত করেন ফলে আগামী এক মাসের মধ্যে এই সমস্ত ব্যবস্থা গুলি শুধরে রোগীর পরিষেবার মান উন্নয়নের চরম সময় সীমা বেঁধে দেন। এই সময় কালের মধ্যে এই অবেবস্থা গুলি দূর করনের কাজের অগ্রগতি দেখতে তিনি পুনরায় হাসপাতালে পরিদর্শনে আসবেন বলে জানান।
পরে তিনি হাসপাতালে বৈঠকে মিলিত হন।