এবারের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) অত্যন্ত দাপটের সাথেই সুপার এইটের পর্ব শেষ করেছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। যেখানে, শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে (Australia) পরাজিত করে ভারত। এমতাবস্থায়, গত বছরের ODI বিশ্বকাপ ফাইনালের ক্ষত কিছুটা হলেও মেটানো গেছে।

এদিকে, এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য হল সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) হারানো। জানিয়ে রাখি যে, গত T20 বিশ্বকাপে এই সেমিফাইনালের পর্ব থেকেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার তার বদলা নিতে চাইবে রোহিত বাহিনী।

এদিকে, ত্রিনিদাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলের প্রসঙ্গে রীতিমতো বোমা ফাটালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল হক। শুধু তাই নয়, তিনি করলেন বড় দাবিও। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে হাজির হয়ে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে টিম ইন্ডিয়া নাকি আশ্রয় নিয়েছে বল বিকৃতির।

কোনওরকম রাখঢাক না করেই ইনজামাম-উল হক সেখানে দাবি করেন যে, সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ভারতের তারকা বোলার অর্শদীপ সিং ১৫ ওভারেই রিভার্স সুইং করাচ্ছিলেন। আর এর পেছনেই “কোনও ষড়যন্ত্র রয়েছে” বলে দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই ম্যাচে বল হাতে অর্শদীপ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। প্রথম ওভারেই তিনি তুলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট। পরে ডেথ ওভারে বল করতে এসে তিনি হাসিল করেন ম্যাথু ওয়েড এবং টিম ডেভিডের উইকেটও।এমতাবস্থায়, অর্শদীপের ডেথ ওভারের ওই দুর্দান্ত স্পেলকে ঘিরেই আপত্তি জানিয়েছেন ইনজামাম। পাকিস্তানের ২৪ নিউজ চ্যানেলের হাঙ্গামা শো-তে উপস্থিত হয়ে তিনি জানিয়েছেন, “এই বিষয়টি কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ ১৫ তম ওভারে বলে রিভার্স সুইং করাচ্ছিলেন। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ের বিষয়টি কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২ থেকে ১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়। এবার আম্পায়ারদের চোখ-কান খোলা রাখা প্রয়োজন। আমরাও রিভার্স সুইং সম্পর্কে কিছুটা জানি। তাই, অর্শদীপ যদি ওই সময়ে রিভার্স সুইং করাতে পারেন সেক্ষেত্রে নিশ্চয়ই বলে কিছু একটা কারিকুরি করা হয়ে থাকতে পারে।”প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই গুরুত্বপূর্ণ ম্যাচে অর্শদীপ পেয়েছিলেন ৩ টি উইকেট। এমতাবস্থায়, অর্শদীপের দুর্দান্ত পারফরম্যান্সের পর সবাই যখন তাঁর প্রশংসা করছেন ঠিক সেই আবহেই ইনজামামের এহেন প্রতিক্রিয়া রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে। যদিও, তাঁর এই অভিযোগ যে কার্যত অবাস্তব তা বিবেচনা করার পরে তিনি ড্যামেজ কন্ট্রোলেরও চেষ্টা করেন।ইনজামাম জানিয়েছেন, “যদি বুমরাহ রিভার্স সুইং করতেন, তাহলে নয় বোঝা যেত যে ওটা ওঁর অদ্ভুত অ্যাকশনের জন্য হচ্ছে। রিভার্স সুইং হওয়ার আগে বলকে প্রস্তুত করে নিতে হয়। তবে, এমন হতে পারে যে বারবার বলে আঘাত লেগে থাকতে পারে এবং বারবার চার-ছক্কা হওয়ায় বল রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে গিয়েছিল। পিচ-ও ওইরকম ছিল।” যদিও, যেটাই হয়ে থাকুক না কেন, অবশ্যই নজর রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সকাল থেকে ভিক্ষা করে যা আয় হয় তা দিয়েই কেনেন মদ! ভাইরাল সেই ভিডিও
Next post CBI, নির্বাচন কমিশনার নিয়োগ! আর কি কি ক্ষমতা পাবেন রাহুল গান্ধী? দেখুন
%d bloggers like this: