সাত সকালে জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকায় ১২ চাকার লরির ধাক্কায় গুরুতর আহত হয় টোটন সাহা নামে ৪৬ বছরের এক ব্যক্তি। শনিবার সকালে ওই ব্যক্তি জিলানিয়া ব্লক চৌমুহনী থেকে নগর পঞ্চায়েতে যাবার পথে দ্রুতগামী ১২ চাকা লরিটি এসে ধাক্কা দেয় l এতেই টোটন সাহার একটি পা চাকার নিচে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা। এরপর রক্তাক্ত অবস্থায় টোটন সাহাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা টোটন সাহার ডান পাটি কেটে ফেলে দেওয়া হয় lটুটন সাহার পরিবারের লোকজন জানান, ১২ চাকা লরিটি টোটন সাহার পায়ের উপর দিয়ে চলে যায় lযার ফলে তার ডান পা টি টুকরো টুকরো হয়ে যায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।। জানা যায় দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি সহ চালককে আটক করে জিরানিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়।