১৬ দফা দাবি সহ একটি গুরুত্বপূর্ণ বিষয় শুক্রবার দুপুরে নিয়ে সাংবাদিক সম্মেলন করল আমরা বাঙালী দল।রাজধানীর শিবনগরস্থিত প্রধান দলীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলের এক নেতৃত্ব বলেন, গত ৮ই মার্চ রাজ্যে নতুন সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছে। ভেবেছিলাম নতুন সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে ।রাজ্যের উন্নয়ন হবে। কিন্তু এই চিত্রটাই সম্পূর্ণ পাল্টে গেল।এদিন দুপুরে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য অথিতি শালায় দেশের স্বরাষ্ট্র্ মন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠক করেন তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।এরফলে তিপ্রা মথার গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছে বলে ওই নেতৃত্ব জানান।আজ নয়তো বা কাল এই দাবি আলোচনার টেবিলে উঠবেই বলে তিনি জানান। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে ১৬ দফা দাবি নিয়ে আলোচনা করেন দলের নেতৃত্বরা
