সমস্ত জল্পনার অবসান। অবশেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণ ঘোষণা করল রাম মন্দির কমিটি। আগামী বছর ২২শে জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা। সেই সঙ্গে গর্ভগৃহের নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে বলে জানিয়েছে কমিটি।জানা গেছে, রামলালা-র মূর্তিটি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে শালগ্রাম পাথর। পাথরগুলি নেপাল থেকে আনা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের কালী গণ্ডকী নদী থেকে পাথরগুলি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি।গর্ভগৃহে প্রতিষ্ঠিত হতে চলা রামের মূর্তির উচ্চতা হবে ৫ থেকে সাড়ে পাঁচ ফুট। রাম নবমীর দিনে যাতে সূর্যের আলো সরাসরি মূর্তির কপালে পড়ে, সেদিকে তাকিয়ে মূর্তিটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। অযোধ্যায় মন্দির নির্মাণ স্থলেই কাজ চলছে মূর্তিটি তৈরির।এর আগে রামলালার মূর্তিটি কোন পাথরে তৈরি হবে, তা নিয়ে দিল্লিতে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নেপালের প্রতিনিধিও। সেখানে ৬ লক্ষ বছর প্রাচীন নেপালের শালগ্রাম শিলা দিয়ে মূর্তিটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।