মাসিক রোজগার যেমনই হোক না কেন, নিত্য প্রয়োজনীয় ওষুধ কিনতেই হয়। ফলে তার দাম মাত্রা ছাড়া হলে নাভিশ্বাস ওঠে আম জনতার। এবার তাই মোট ২৩টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি। সেই সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে ভিন্ন ব্র্যান্ডের ১৮টি কম্পোজিশনের সর্বোচ্চ দাম। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, টাইপ টু ডায়াবেটিস, অ্যালার্জি, টিবির মত অসুখের ওষুধ।নির্দেশিকা অনুযায়ী, মায়ো ব্যাকটেরিয়াম টিবির ওষুধ আইসোনিয়াজিডের ঊর্ধ্বসীমা ঠিক করা হয়েছে ১ টাকা ২৯ পয়সা। ডায়াবেটিসের ওষুধ গ্লাইক্লাজাইড ইআর ও মেটফরমিন হাইড্রোক্লোরাইডের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১০ টাকা ৩ পয়সা। নিঃসন্দেহে এই সিদ্ধান্তে স্বস্তি পেলেন ডায়াবেটিসের রোগীরা। এদিকে উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টান, ক্লোরথালিডন ও ক্লিনিডিপাইনের ক্ষেত্রে দাম বেঁধে দেওয়া হয়েছে ১৩.১৭ টাকায়। ব্যথা কমানোর ওষুধ যেমন ট্রিপসিন, ব্রোমেলেনের সর্বোচ্চ দাম করা হয়েছে ২০ টাকা ৫১ পয়সা।সমস্ত ওষুধ প্রস্তুত কারক সংস্থার কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে পরিবর্তিত দামে ওই ওষুধ ও কম্পোজিশনগুলি বাজারজাত করার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মা,কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
Next post এক যুবকের পাশবিক লালসার শিকার হল এক ভবঘুরে বৃদ্ধা!
%d bloggers like this: