ডলুবাড়ি ভলিবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে ২৩ শে জানুয়ারি সকাল থেকেই ডলুবাড়ি বাজার প্রাঙ্গণে শুরু হয়েছে এক দিবসীয় ভলিবল টুর্নামেন্ট।
এদিন সকাল ১০ টা থেকেই শুরু হয়েছে এই টুর্নামেন্ট। এই বছরের টুর্নামেন্টে মোট ৮ টি টিম অংশগ্রহণ করে। এক সাক্ষাৎকারে টুর্নামেন্ট কমিটির কনভেনার মৃনাল কান্তি দেব জানান নির্বাচনের কারণেই এই বছর এই টুর্নামেন্ট একদিনেই শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবছর বিজয়ী দলকে ১০ হাজার টাকা এবং রানার্স দলকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। সেই সাথে প্রদান করা হবে সুদৃশ্য ট্রফি। এদিন উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় রাইপাশা বনাম ধনছড়া। খেলার শুরুতেই উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল দেবরায়, ডলুবাড়ী এলাকার বিশিষ্ট নাগরিক প্রদীপ চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য, রাজু দেবরায়, নেপাল দেব সহ অন্যান্যরা। টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সকাল থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২৩ শে জানুয়ারিতে ভলিবল টুর্নামেন্ট।
Next post ৬০ টি বিধানসভা আসনে লড়াই করবে নতুন রাজনৈতিক দল “জয় মহা ভারত পার্টি” ।
%d bloggers like this: