গোটা দেশে ২৪শে সেপ্টেম্বর এন এস এস দিবস পালন করা হবে। এর সঙ্গে রাজ্যে ও যথাযথভাবে এই দিনটি পালন করা হবে।এই উপলক্ষে শনিবার রাজধানীর যোগেন্দ্রনগর স্হিত ইন্দ্রানী কলোনিতে দুস্তদের মধ্যে বস্ত্র বিতরন করে ওমেন্স কলেজের এন এস এস ইউনিটের সদস্যারা।এই প্রসঙ্গে ইউনিটের এক সদস্যা জানান,প্রতি বছর তারা ২৪ শে সেপ্টেম্বর ঘটা করে এন এস এস দিবস পালন করে।এবছর দিনটি রবিবার হওয়ায় শনিবার তারা দিনটি উদযাপন করছেন।