রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযানে কোন প্রকার খামতি রাখতে নারাজ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সহ দলের কর্মী সমর্থকরা।এই প্রার্থীর প্রচার অভিযান তুঙ্গে।এরই অঙ্গ হিসেবে শুক্রবার একই দিনে তিনটি যোগদান সভা এবং প্রচার অনুষ্ঠান সংঘটিত করা হয় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কুঞ্জমুড়া,সুদ্দকরকরী, মাইগঙ্গা, এবং মানিকবাজার এলাকাসহ বেশ কয়েকটি এলাকায়।প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা, বাবুজি দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সদস্য রঞ্জিত সরকার এবং প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার সহ অন্যান্য কর্মকর্তারা।এদিন এই চারটি নির্বাচনী প্রচার সভা এবং যোগদান অনুষ্ঠানে বিরোধী দল ছেড়ে প্রায় দেড় শতাধিক ভোটার বিজেপি দলে সামিল হয়।নবাগতাদের দলে বরণ করে নেন বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রার্থী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের জন্য উন্নয়ন মূলক কার্যপ্রণালী এবং বিভিন্ন প্রকল্পগুলির একের পর এক বাস্তবায়ন হতে দেখে বিরোধী শিবিরের ভাঙ্গন অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত তিপ্রা মথা কিংবা সিপিআইএম, কংগ্রেস দলের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা বিজেপি দলে যোগদান করছে। আসন্ন নির্বাচনে বিজেপি দল পুনরায় সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেন প্রার্থী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন উনার প্রচারে তেজী।
Next post পশু চড়াতে গিয়ে বন্য দাঁতাল হাতির পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল ৪০ উর্ধ্ব এক বাক্তির।
%d bloggers like this: