২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে বিভিন্ন বুথে ভিত্তিক প্রচার এখন তুঙ্গে। বিকাশ দেববর্মা এর সমর্থনে কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচার করে যাচ্ছে।এরই অঙ্গ হিসেব ডোর টু ডোর থেকে শুরু করে ছোট খাট বাজার সভা করে চলছে তারা। রবিবার রাতে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশগড়িয়া এবং চাকমা ঘাট এলাকায় বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে যোগদান এবং নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিকাশ দেববর্মা ও বিজেপি খোয়াই জেলার নেতৃত্ব বিজন কর সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই দুটি সভায় বিভিন্ন দল ছেড়ে প্রায় শতাধিক ভোটার বিজেপি দলে সামিল হয়। দলের হয়ে তাদের বরণ করে নেন প্রার্থী বিকাশ দেববর্মা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা বলেন, নির্বাচনে জয়ী হলে ওই দুটি এলাকার বাসীদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন।রাজ্যে উন্নয়নের জোয়ার বইবে বিজেপি দল পুনরায় ক্ষমতায় আসলে।