ঘুষ না দেওয়ায় রাবার বাগান কেটে ধ্বংস করল এক ফরেস্ট অফিসার।
খাকী পোশাক গায়ে লাগিয়ে সাধারণ মানুষের সাথে ক্ষমতার উর্ধ্বে উঠে গুন্ডাগিরি দেখালো প্রসেনজিৎ বণিক নামে এক ফরেস্ট অফিসার। অভিযোগ গোমতী জেলার যতনবাড়ি শান্তি কলোনি এলাকার রাজ্য সরকারের কাছ থেকে টিলা ভূমির পাট্টা পেয়ে একই এলাকার লিটন শীল নামে এক যুবককে নিয়ে গত দুই বছর আগে ৫ কানি জায়গায় মোট ৩৫০ টি রাবার গাছ লাগান। তারপর কিছুদিন আগে যতনবাড়ি ফরেস্ট ভিট অফিসার প্রসেনজিৎ বণিক লিটন শীলকে ডেকে নিয়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করে এবং বলা হয় যদি টাকা না দেওয়া হয় তাহলে রাবার বাগান কেটে ধ্বংস করে দেওয়া হবে। যদিও লিটন শীল প্রসেনজিৎ বনিককে জায়গার পাট্টা দেখায় কিন্তু তাতেও কোন লাভ হবে না বলে জানিয়ে দেয় ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিক। পরে ফরেস্ট ভিট অফিসার প্রসেনজিৎ বণিক অন্যান্য কর্মীদের কে নিয়ে অবৈধভাবে লিটনশীল এবং উনার পাটনার তথা পাট্টার মালিকের সম্পূর্ণ রাবার বাগান কেটে ধ্বংস করে দেয় তাও আবার সরকারি কোন নোটিশ ছাড়াই। পরে নিরুপায় হয়ে লিটন শীল সোমবার পর্ন বন দপ্তরের পি সি সি এফ এর কাছে লিখিত অভিযোগ জানান এবং আজ অর্থাৎ মঙ্গলবারও লিটন শীল গোমতী জেলার ডি এফ ও এর ঘটনা বিস্তারিত জানিয়ে অভিযোগ করতে গেলে ডি এফ ও সাহেব লিটন এর সাথে অশালিন আচরন করে। জানা গেছে ফরেস্ট অফিস প্রসেনজিৎ বণিকের এই অবৈধ কর্মকাণ্ডের ঘটনা জানিয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা। তাদের দাবি রাবার বাগান করে তুলতে তাদের যে পরিমাণ টাকা খরচ হয়েছিল সেই সম্পূর্ণ টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিক। এদিকে যতনবাড়ি ফরেস্ট ভিট অফিসার প্রসেনজিৎ বণিকের এই ধরনের অবৈধ কর্মকান্ডের ঘটনায় গোটা এলাকা জুড়ে প্রসেনজিৎ বণিকের শাস্তির দাবি উঠছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মহিলা এবং কন্যা সন্তানদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভা করেন মহিলা কমিশন।
Next post মণিপুরের অশান্তির ঘটনায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল কংগ্রেস।
%d bloggers like this: