৬০ সদস্যের রাজ্য বিধানসভার ৪৮ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। ঘোষণা অনুযায়ী ২ মোহনপুরে রতন লাল নাথ,৩ বামুটিয়া কৃষ্ণধন দাস,৪ বড়জলা ডক্টর দিলীপ কুমার দাস,৫ খয়েরপুর রতন চক্রবর্তী, ৭ রামনগর সুরজিত দত্ত, ৮ টাউন বড়দোয়ালি ডক্টর মানিক সাহা,
৯ বনমালীপুর রাজিব ভট্টাচার্য, ১০ মজলিশপুর সুশান্ত চৌধুরী, ১৩ প্রতাপগড় রেবতী মোহন দাস, ১৪ বাধারঘাট মিনা রাণী সরকার, ১৫ কমলাসাগর অন্তরা দেব সরকার, ১৬ বিশালগড় সুশান্ত দেব, ১৭ গোলাঘাটি হিমানী দেববর্মা,১৯ চরিলাম জিষ্ণু দেববর্মা,২০ বক্সনগর তাফজল হোসেন, ২১ নলচর কিশোর বর্মন,২২ সোনামুড়া দেবব্রত ভট্টাচার্য, ২৩ ধনপুর প্রতিমা ভৌমিক,২৫ খোয়াই সুব্রত মজুমদার, ২৭ কল্যাণপুর প্রমোদনগর পিনাকী দাস চৌধুরী, ২৮ তেলিয়ামুড়া কল্যাণী রায়, ৩০ বাগমা রামপদ জমাতিয়া, ৩১ রাধা কিশোরপুর প্রণজিত সিংহ রায়, ৩২ মাতাবাড়ি অভিষেক দেবরায়, ৩৩ কাকরাবন জিতেন্দ্র মজুমদার, ৩৪ রাজনগর স্বপ্না মজুমদার, ৩৫ বিলোনিয়া গৌতম সরকার, ৩৬ শান্তিরবাজার প্রমোদ রিয়াং, ৩৭ ঋষ্যমুখ দ্বীপায়ন চৌধুরী, ৩৯ মনু মাইলাফু মগ, ৪০ সাবরুম শংকর রায়, ৪১ অম্পিনগর পাতাল কন্যা জমাতিয়া, ৪২ অমরপুর রঞ্জিত দাস, ৪৪ রাইমাভ্যালি বিকাশ চাকমা, ৪৫ কমলপুর মনোজ কান্তি দেব, ৪৬ সুরমা সপ্না দাস পাল, ৪৭ আমবাসা সুচিত্র দেববর্মা, ৪৯ ছামনু শম্ভুলাল চাকমা,৫০ পাবিয়াছড়া ভগবান চন্দ্র দাস, ৫১ ফটিকরায় সুধাংশু দাস, ৫২ চন্ডিপুর টিঙ্কু রায়, ৫৩ কৈলাসহর মবশ্বর আলী, ৫৪ কদমতলা দিলীপ তাঁতি, ৫৫ বাগ বাসা যাদব লাল নাথ, ৫৬ ধর্মনগর বিশ্ববন্ধু সেন, ৫৭ যুবরাজ নগর মলিনা দেবনাথ, ৫৮ পানিসাগর বিনয় ভূষন দাস, ৫৯ পেঁচারতল সান্তনা চাকমা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কংগ্রেস ভবন থেকে উদ্ধার নেশার কৌটা সহ ৩ ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ছিঃ ছিঃ রব চারদিকে।
Next post কংগ্রেস দলেরও প্রার্থী তালিকা ঘোষণা।
%d bloggers like this: