অত্যধিক তাপ প্রবাহকে উপেক্ষা করেই রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালু করার দাবিতে বুধবার আগরতলার বিবেকানন্দ ময়দানের সামনে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবা নামে একটি সংগঠন।৫৬ টি ছোট ছোট সংগঠন মিলে গঠন করা হয় রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবা সংগঠনটি।এদিন গণ অবস্থান কর্মসূচি থেকে অবিলম্বে রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর করার জন্য জোরালো দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে বলে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবা সংগঠনের চেয়ারম্যান বিকাশ রায় দেববর্মা হুশিয়ারী দেন।এখন দেখার তাদের দাবি কতটা পূরণ হয়।