রাজধানীর হাতে গোনা কয়েকটি বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হল ৬ আগরতলা l এই কেন্দ্রে সব সময়েই জয়ী হয়ে আসছেন বিধায়ক সুদীপ রায় বর্মন l বলা চলে এই কেন্দ্রটি উনার দখলে l তাই এবার নির্বাচনে সুদীপ রায় বর্মন এর বিপরীতে শাসক দল বিজেপি প্রার্থী হিসেবে টিকিট দিল পাপিয়া দত্তকেl আসন্ন বিধানসভা নির্বাচনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী হলেন পাপিয়া দত্ত l তিনি দলের রাজ্য সম্পাদিকাও l এবার নির্বাচনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের দলের হয়ে পাপিয়া দত্ত লড়াই করবেন l এবিষয়ে উনার কাছে জানতে চাইলে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 6 আগরতলা কেন্দ্রে আমাদের দলের প্রত্যেক কার্যকর্তা দাঁড়িয়েছে বলব l শুধু একটা চেহারার দরকার ছিল আমি বলব l এই জায়গায় উনাকে দাঁড় করানোর জন্য তিনি প্রধানমন্ত্রী, দলের সর্ব ভারতীয় সভাপতি Jp nadda, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন l এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে বলে প্রার্থী আশা ব্যক্ত করেন l