৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস ।এদিন গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় ।দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর কৃষ্ণনগরস্হিত বিজেপি প্রদেশ কার্যালয়ে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ দলের অন্যান্য কার্যকর্তারা।এক সাক্ষাৎকারে দলের রাজ্য সভাপতি জানান , আজ দলের জন্য একটি বিশেষ দিন।সারা দেশের সঙ্গে রাজ্যের জেলা স্তরে, মন্ডল স্তরে ও বুথ স্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় ।১৯৮০ সালের ৬ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই দলের সূচনা হয়েছিল। আজ দল ৪৩ বর্ষ পূর্ন করে ৪৪—এ পা দিয়েছে।