আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ের আশায় মশগুল জয় মহা ভারত পার্টি । আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে lএই নির্বাচনে রাজ্যের ৬০ টি বিধানসভা আসনে লড়াই করে সরকার গঠন করবে জয় মহা ভারত পার্টি । সোমবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জয় মহা ভারত পার্টির এক নেতৃত্ব। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে ৬০টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দল। পরে আবার সাংবাদিক সম্মেলনে বাকি সব কয়টি আসনে প্রার্থী তালিকা ঘোষনা করা হবে বলে ওই নেতৃত্ব জানান। নির্বাচনে তারা জয়ী হবে বলে আশা বাদী l