৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে রাধানগর রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে সংঘর্ষ।। কংগ্রেস দলের একটি প্রচার শয্যার গাড়ি সহ একটি অটো এবং বেশ কয়েকটি বাইক স্কুটি ভাঙচুর করা হয়।। বিজেপি দলের অভিযোগ তাদের পার্টি অফিসে ও ভাঙচুর করা হয়।। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।।