৩ নং বামুটিয়া বিধানসভার অন্তর্গত বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি বা শ্রেণীকক্ষ  নির্মাণ করা হবে প্রায় ৬ কোটি ৭৮ লক্ষ টাকায়,আর ডি দপ্তরের তত্ত্বাবধানে। এই শ্রেণীকক্ষ গুলি নির্মাণ করতে সময় লাগবে প্রায় ২.৬বছর। পুরাতন শ্রেণী কক্ষ গুলি ভেঙে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করার মানে হলো পুরাতন শ্রেণিকক্ষের যে গুণগতমান সেই গুণগতমান নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে পুরাতন শ্রেণিকক্ষ গুলি ভেঙে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করার জন্য পদক্ষেপ নিয়েছে দপ্তর।

নতুন শ্রেণিকক্ষ নির্মাণের কাজে একদিকে যেমন অত্র এলাকার সাধারণ জনগণ খুশি অন্যদিকে এলাকার সাধারণ জনগণ এবং সচেতন মহলের জানান যে বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মাণ করা হবে সেই পাকা বাড়িতে যেন পুরনো পাকা বাড়িটির কোন জিনিসপত্র ব্যবহার না করা হয়। কেননা বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সদর উত্তর/ মোহনপুর মহকুমা এলাকায় একটি স্বনামধন্য বিদ্যালয় যে বিদ্যালয়ে পুরো মহকুমার ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করেন তাই এলাকার সাধারণ জনগণ অর্থাৎ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ও সচেতন মহলের দাবি যাতে নতুন পাকা বাড়িতে পুরানো ইট পাশাপাশি অন্যান্য সামগ্রী যাতে ব্যবহার না করা হয় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধান,নির্দিষ্ট দপ্তরের তত্ত্বাবধান এবং সচেতন মহলের তত্ত্বাবধান কামনা করেন যাতে করে যে নতুন পাকা বাড়িটি বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হবে তাই কাজের গুনগতমান যাতে বজায় থাকে তার দিকে সকল স্তরের দৃষ্টি আকর্ষণ করছেন উক্ত এলাকার অভিভাবক ও সচেতন মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কংগ্রেস নেতা জয়দুল হোসেনের উপর প্রাণঘাতী হামলা
Next post ‘ঘরে ঘরে তেরঙা’, ১৩-১৫ আগস্ট প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আর্জি প্রধানমন্ত্রী মোদীর
%d bloggers like this: