৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস l এই উপলক্ষে কৈলাসহরের লিও ক্লাব এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষ্যে বুধবার রাতে লিও ক্লাব অব কৈলাসহরের কর্মকর্তারা কৈলাসহর লায়ন্স ক্লাবের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ কৈলাসহরের সভাপতি অভিষেক দাস, সম্পাদক বিপাশা দেব, সহ-সভাপতি সৌরভ বিশ্বাস, প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী দেবার্চন তরফদার, লিও ক্লাবের সদস্য নীলাঞ্জন দাস, পূজা ধর, অর্ঘ্য ভট্টাচার্য, সম্রাট দে প্রমূখ। সাংবাদিক সম্মেলনে লিও ক্লাব অব কৈলাসহরের সভাপতি অভিষেক দাস বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘ওয়াক ফর হেলথ’ এই উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে জাগ্রত করাই মূল লক্ষ্য। তাই আগামী সাত এপ্রিল সকাল ছয়টায় বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরজন্য শহরের বিভিন্ন সামাজিক সংগঠন সহ ক্লাব সমূহ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।