আজ মেঘালয় রাজ্যের খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলে নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল খুমুলুঙ পরিদর্শনে আসেন । পরিদর্শন কালে খাসি হিলসের মুখ্যনির্বাহী সদস্য ওয়েলছিলে নেতৃত্বে খুমুলুঙস্থিত প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূনচন্দ্র জমাতিয়া সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন এবং এডিসির পক্ষ থেকে প্রতিনিধি দলকে রিসা ও পুস্পস্তবক দিয়ে বরণ করেন। এরপর এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন এরা হলেন গ্রেসমেরী খারপুরি, মার্টেল এন মুখিম, মার্টচেল ওয়ালখার, টেইবর পাথব, রাংকেনসাই খারবুই । এছাড়া স্পেশাল সেক্রেটারী আগাস্টিন সাংপ্রিয়াং এবং ডেপুটি সেক্রটারী হেনরি সিয়েম উপস্থিত ছিলেন । অপর দিকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, ভূমি রাজস্ব দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াৎ, মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, ক্রীড়া ও যুব কর্মসূচী দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা এবং এমডিসি অনন্ত দেববর্মা উপস্থিত ছিলেন । এছাড়া মুখ্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়া এবং এডভাইসর ক্যাপ্টেন জি.এস রাঠি । অন্যান্য দপ্তরের প্রধান আধিকারিকগণ ও উপস্থিত ছিলেন । আজকের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের দশটি স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যৌথভাবে দাবী জানানো হবে । অল এডিসি সি.ই.এম ফোরাম খাসি হিল স্বশাসিত জেলা পরিষদের সাথে টিটিএএডিসি যৌথভাবে কৃষ্টি সংস্কৃতি কাস্টমারি ‘ল’, খেলাধূলা এবং সঙ্গীত নৃত্য উভয়ের মধ্যে আদান প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়েছে । টিটিএএডিসি কাজকর্ম সম্পর্কে মুখ্যনির্বাহী আধিকারিক সি.কে জামতিয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন । খাসি হিলস জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারী হেনরি সিয়েম তাদের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। উভয়ের মধ্যে দীর্ঘ সময় এডিসির কাজকর্মসহ নানাহ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খুমুলুঙস্থিত পরিষদীয় ভবন, ত্রিপুরা ট্রাইবেল মিউজিয়াম, কামহেরিটেন্স সেন্টার, খুমুলুঙ পার্ক, ককবরক গ্রন্থাগার, খুম্পুই একাডেমী পরিদর্শন করেছেন । এডিসির কাজকর্ম দেখে মুখ্যনির্বাহী সদস্য টিটিএএডিসি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। আগামীকাল রাজ্যে বসবাসরত খাসি অধ্যুষিত গ্রামে যাবার কথা রয়েছে । সেখানে খাসিদের সাথে মিলিত হয়ে তাদের সম্পর্কে জানবেন । উল্লেখ্য খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিদল গতকাল রাজ্যে এসে পৌঁচেছেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কৈলাসহরের শহর উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মাঠে নামলেন রাজ্য নগর উন্নয়ন দপ্তর
Next post নেতাদের আসল চেহারা দেখিয়ে দিলেন জনজাতি দিনমজুর !
%d bloggers like this: