শুক্রবার রাজধানীর বাণি বিদ্যাপিঠ স্কুলে ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কালের নয় বছর পূর্তি উপলক্ষ্যে এই কার্যকারিনী বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা ।মূলত প্রদেশ বিজেপি কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ীই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আজ একযোগে রাজ্যের সব কয়টি মণ্ডলে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারের কার্যকারিণী বৈঠক একটু ব্যতিক্রমী। এবার বৈঠকের বিষয় একটাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কালের নয় বছর পূর্তি উপলক্ষ্যে এক মাস ব্যাপী নানা কর্মসূচি নিয়ে এই বৈঠক বলে মুখ্যমন্ত্রী জানান।