রবিবার বিজেপির ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের ২ নং হলে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি সদর আরবান জেলা সভাপতি অসীম ভর্ট্রাচার্য, আগরতলা পুর নিগম এর মেয়র দীপক মজুমদার সহ অন্যানরা।মত বিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়