৬ আগর তলা কেন্দ্রে এবার লড়াই হবে কংগ্রেস বনাম বিজেপি দলের মধ্যে। কারন এই কেন্দ্রটি বরাবরই সুদীপ রায় বর্মণের দখলে রয়েছে। বলা চলে এটি উনার খাস তালুক। এবার নির্বাচনে এই কেন্দ্রে উনার বিপরীতে বিজেপি দলের প্রার্থী হয়ে লড়াই করছেন পাপিয়া দত্ত। তাই সুদীপ রায় বর্মণের হাত থেকে এই কেন্দ্রটি ছিনিয়ে নিতে জোরদার ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন পাপিয়া দত্ত। প্রচারের শেষ লগ্নে এসে সোমবারও নিজ কেন্দ্রের ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন প্রার্থী। প্রচারে বেরিয়ে বিপুল ভাবে সাড়া পাওয়ায় জয় নিয়ে খুশি তিনি। এখন দেখার নির্বাচনে এই কেন্দ্রে রায় যায় কার পক্ষে। সুদীপ না পাপিয়ার দিকে