ফাঁসিতে আত্মঘাতী হল 20 বছরের যুবক | মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই আত্মহত্যা করেছে রনিত রায় বর্মন নামে ওই যুবক | ঘটনা উদয়পুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় | তরতাজা যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় |তবে কি কারণে এই আত্মহত্যা বুঝে উঠতে পারছেনা বাড়ির লোকেরা | ঘটনাস্থলে পৌঁছেছে রাধাকিশোর পুর থানার পুলিশ | পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহটি |