গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে এক্সাইজ , সেলট্যাক্স এবং পুলিশ যৌথভাবে | প্রায় 77 হাজার টাকার মদ উদ্ধার করা হয়েছে | পুলিশের কাছে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে বেআইনি বিলিতি মদের ব্যবসায় জড়িত ছিল বাবুল চৌমুহনী এলাকায় এক যুবক | পুলিশ বৃহস্পতিবার ব্যবসায়ীসহ আটক করেছে |