চাকরির দাবিতে ফের পরিবার-পরিজনদের নিয়ে মহাকরণ অভিযানে নামছে 10323 শিক্ষক-শিক্ষিকারা | আগামী তেশরা জানুয়ারি রবীন্দ্র ভবনের সামনেথেকে পরিবার-পরিজনদের নিয়ে মহাকরণ অভিযানে যাবে শিক্ষক-শিক্ষিকারা | তাদের বক্তব্য হয় মুখ্যমন্ত্রী চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে নতুবা স্পষ্ট ভাষায় জানিয়ে দেবে এই সরকারের 10323 শিক্ষক-শিক্ষিকাদের জন্য কিছুই করার নেই | রাজ্য সরকার থেকে স্পষ্ট জবাব চাইছে চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা | শনিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন 10323 শিক্ষক-শিক্ষিকারা |