প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতায় সূচনা হওয়া আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনে যাত্রী সুবিধার্থে পেন্ট্রি কার, নিরামিষ আহারের সুবিধা সহ কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে সংসদ বিপ্লব কুমার দেব l কেন্দ্রীয় রেলমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে ইনডেকশন সুবিধা সহ অন্যান্য বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে |তার জন্য ত্রিপুরা রাজ্যিক সৎসঙ্গের পক্ষে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রেল মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন l প্রসঙ্গত মোদীর সদিচ্ছায় সূচনা হওয়া এই ট্রেনের ফলে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তদের দেওঘরে ঠাকুরের পুন্য ভূমি দর্শনের ক্ষেত্রে সুবিধা হয়েছে l

দেওঘর এক্সপ্রেসে স্টিকার নিরামিষ আহারের ব্যবস্থা করায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিপ্লবের ধন্যবাদ জ্ঞাপন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২২৭৫ কোটি টাকা ব্যয় হবে বিদ্যুৎ উন্নয়নে :
Next post 10323 এর গ্যারান্টি বামফ্রন্ট সরকার :মানিক
%d bloggers like this: