কল্পনা সাজাও রঙের মেলায়, লাইফ ভাষাও রঙিন ভেলায়, ফিরে চলো মাটির টানে, নিত্য সুরে নিত্য গানে। নিত্য আশা জাগাও প্রাণে, খুঁজে নাও বাঁচার মানে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছরে প্রথম দিনের কাক ভোরে ইলেক্ট্রিক ট্রান্সফরমারে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য! ঘটনা কল্যাণপুর মিনি শহরের কমিউনিটি হেলথ সেন্টারের ঠিক পিছনে বসানো ইলেক্ট্রিক ট্রান্সফরমারে। পথ চলতি লোকজনরা ঘটনার আঁচ পেয়ে খবর পাঠায় কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দপ্তরের কর্মীরা তরিঘরি ছুটে আসে ঘটনা স্থলে, জানা যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান যায়, এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন যদি সঠিক সময়ে দপ্তরের কর্মীরা ছুটে না আসতো তাহলে হয়তো বা বড়ো ধরনের অগ্নি সংযোগ ঘটে যেতো! আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, পাশাপাশি আজ কল্যাণপুরের সাপ্তাহিক বাজার বার এই বাজার লাগোয়া অগ্নিসংযোগের ফলে সকলেই মূহুর্তের মধ্যে ঘটনা আঁচ করতে পারে, ঘটনায় তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।।