আগামী ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এ রাজ্যে। এর জন্য নির্বাচন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসনও জোর কদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় তেলিয়ামুড়া থানাধীন শহর, সমতল এলাকা, গ্ৰাম পাহাড় সর্বত্রই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারা চলছে রোড মার্চ। আগামী বিধানসভা নির্বাচন যে শান্তিপূর্ণ ভাবে করতে হবে সেটা মূলত নির্বাচন দপ্তর বুঝিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন’কে। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ প্রশাসন প্রতিটি এলাকায় ITBP অর্থাৎ ইন্দু তিব্বত বর্ডার পুলিশ দিয়ে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে আগাম ভাবে রোড মার্চ শুরু করে দিয়েছে। যাতে এখন থেকেই প্রতিটি এলাকায় শান্তি সম্প্রীতি বজায় থাকে। অপরদিকে এই রোড মার্চের কারণে রাজনৈতিক প্রতিহিংসা অনেকটাই কম হবে। ফলে নির্বাচনের আগে শান্তি সম্প্রীতি বজায় রাখার কৌশল হিসেবে পুলিশের এমন পদক্ষেপ। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ সর্বজনে প্রশংসার যোগ্য।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুনকান্তি ত্রিপুরা জানান,,, ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহ ITBP -র জোয়ানদের মোতায়েন করা হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। তাছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমায় ভোট দান প্রক্রিয়া খুব ভালো এবং সুষ্ঠুভাবে উৎসবের মেজাজই হবে। এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গেও মহকুমা পুলিশ প্রশাসনের আলাপ আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন যে তেলিয়ামুড়া মহকুমায় শান্তিপূর্ণভাবেই ভোট হবে।।