বর্তমানে রাজ্যে চিকিৎসা পরিষেবা ক্রমশ উন্নত হচ্ছে বিজেপি সরকারের সময় কালে l নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে l এবার উন্নত চক্ষু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আরো এক ধাপ এগুল হাঁপানিয়া হাসপাতাল lশুক্রবার হাঁপানিয়াস্থিত মেডিকেল কলেজে নতুন চক্ষু অপারেশন থিয়েটার এর উদ্বোধন হল এক অনুষ্ঠানের মাধ্যমে l উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা l হাঁপানিয়া হাসপাতালে আগে এই বিভাগটি একসাথে ছিল চক্ষু ও নাক, কান গলার l এবার রাজ্যবাসিকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে আলাদা আলাদা করে নতুন ভাবে চক্ষু বিভাগের উদ্বোধন করা হয় এদিন l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁপানিয়া হাসপাতাল কর্তৃপক্ষ সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক রা l অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখানে এত সুন্দর একটা চক্ষু অপারেশন থিয়েটার হয়ে গেল l ভবিষ্যতে এই হাঁপানিয়া হাসপাতালে চক্ষু চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নয়ন হবে l সব কিছু জানার পর যদি প্রোফারলি পরিষেবা দেওয়া যায় তাহলে রাজ্যবাসি এখানেই আসবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post TRBT পরীক্ষার ভুল প্রশ্ন নিয়ে শিক্ষা ভবনে দারস্থ পরীক্ষাত্রিরা
Next post লক্ষ একটাই দেশের যুব সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়- বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর।
%d bloggers like this: