শুক্রবার যুব সংবাদ ভারত @2047 নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় ও নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে হয় এই অনুষ্ঠান l
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর l এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এর কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, অলিম্পিয়াড জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য রা। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, 2047 সালে দেশের অর্থনীতি কোন জায়গায় থাকবে, সেই বিষয়ে এক রোড মাপ কেন্দ্রীয় সরকার তৈরী করেছে l তেমনি ভাবে রাজ্য সরকার ও করেছে l আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে যুব সমাজকে নিয়ে, যে যুব সমাজ কোন দিকে যাবে বলে তিনি জানান l এদিকে অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, এই কর্মসূচির আয়োজন করা হয়েছে মুলত যুব সমাজের জন্য l এই লক্ষেই এগোবে যুব সমাজ l