বিশালগড় বিধানসভা কেন্দ্র ৩৮ নং বুথে বিজেপির সমস্ত রাজনৈতিক প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ উঠল বর্তমান বিরোধী দল CPI(M) বিরুদ্ধে, অভিযোগ করেন বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব,জানাযায় আসন্ন বিধানসভা নির্বাচনের যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কর্মসূচি পালন করে যাচ্ছেন। আর প্রত্যেকদিনই শাসক দল বিরোধীদল প্রত্যেকেরই প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ প্রতিনিয়ত উঠে যাচ্ছে। শনিবার রাতে অফিসটিলা এলাকার ৩৮ নং বুথে বিজেপির প্রচার সজ্জা নষ্ট করে দেয় । রবিবার সকালে ৩৮ নং বুথে বিজেপি প্রচার সজ্জা নষ্ট করে দেয়। বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব,এই নিয়ে গোটা বিশালগড় মহকুমা উত্যক্ত পরিস্থিতি বিরাজ করছে।