চড়িলাম আড়ালিয়া রাজীব কলোনিএলাকায় শনিবার রাতের আঁধারে এক কৃষকের সমস্ত কৃষি জমি নষ্ট করে দেয় দুষ্কৃতিকারীরা l রবিবার সকালে ওই কৃষক কৃষি জমিতে এসে ঘটনা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন l জানা যায় চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজিব কলোনি এলাকার কৃষক প্রদীপ দত্তের আলু, টমেটো, লাউ কোমর, সহ সমস্ত কৃষি জমি শনিবার গভীর রাতে দা দিয়ে কেটে নষ্ট করে দেয় দুষ্কৃতিকারীরা l ক্ষতিগ্রন্থ ওই কৃষক জানিয়েছেন অনেক টাকা খরচ করে জমিতে বিভিন্ন ফসল লাগিয়েছিলেন। কিন্তু দুষ্কৃতিকারীরা সমস্ত কৃষি ফসল নষ্ট করে দেয়। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে। জানা যায় প্রদীপ দত্ত এলাকার দীর্ঘদিন ধরে CPI(M) কর্মী হিসেব কাজ কাজ করছেন। তবে এই ঘটনাকে এক প্রকার রাজনৈতিক প্রতিহিংসা ঘটনা বলে মনে করছে এলাকার অন্যান্য কৃষকরা। খবর দেওয়া হয় বিশালগড় থানায় l