আসন্ন বিধানসভা নির্বাচন l আর এই নির্বাচনকে কেন্দ্র করে রবিবার মোহনপুরে কংগ্রেস দলের নির্বাচনের কাজে ব্যবহৃত যে গাড়ি আনা হয়েছে, তা ভাঙচুর করে দুষ্কৃতীরা l পাশাপাশি দলের ফ্লেগ ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়া হয় l শুধু তাই নয়, জেনারেটরও চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠে l এই ঘটনার প্রতিবাদে সোমবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাসভবনের সামনে যুব কংগ্রেস দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এর নেতৃত্ব দেন এহসান আহমেদ খান রাষ্ট্রীয় মহাসচিব যুব কংগ্রেস। এরপর পশ্চিম থানার পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। এদিকে পুলিশের সঙ্গে দোস্তদোস্তিতে আহত হয় যুব কংগ্রেস সভাপতি রাখু দাস l এই ঘটনায় পুলিশ এর কার্যকলাপে ক্ষুব্ধ যুব কংগ্রেস কর্মীরা l