ক্ষমতায় আসার আগে কতই বা না প্রতিশ্রুতির বন্যা। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট থেকে শুরু করে দীর্ঘদিনের যাবতীয় সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলেও, প্রতিশ্রুতি রূপায়নে ব্যর্থ একাংশ জনপ্রতিনিধি। আর এতে করে প্রলোভিত নাগরিকদের সমস্যা, সেই তিমিরেই থেকে যায়। প্রতিশ্রুতি মত কাজ না করায়, ক্ষোভে ফুঁসছেন এখন একাংশ জনজাতি। এবার এমনটাই দেখা গেল জম্পুজলা আরডি ব্লকের অন্তর্গত রতনপুর এ ডি সি ভিলেজের ৫ নং ওয়ার্ড এলাকায়। এলাকার অধিকাংশ মানুষের জনজাতি। দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছেন এই এলাকার নাগরিকরা। এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হল রাস্তা। এলাকার একমাত্র রাস্তাটি বহুদিন ধরেই বেহাল অবস্থায় পরিণত। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় নাগরিকদের। নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানিয়ে আসলেও কোন সুফল নেই। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ। এলাকার এক প্রবীণ নাগরিক ক্ষোভের সাথে জানান, রাস্তাটি সংস্কার করার জন্য এলাকার বিধায়কের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু সেই আবেদনে কোন গুরুত্ব নেই। তাই আসন্ন বিধানসভা নির্বাচনেই এর উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post লিখিত প্রতিশ্রুতি না পেলে কোন দলের সাথেই জোট নাঃ বুবাগ্রা
Next post কমিউনিটি হলের জন্য সাংসদ তহবিল থেকে বিপ্লব দেব দিল ৩০ লক্ষ্য টাকা
%d bloggers like this: