গণতন্ত্রের দুশমনদের এই রাজ্য থেকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা | নির্বাচন ঘোষণা দিলেই সারা রাজ্যের গণতন্ত্র প্রিয় সবকটি রাজনৈতিক দল এক জোটে যুদ্ধ ঘোষণা করবে তাদের বিরুদ্ধে, বললেন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী | নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই তেজী হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক বিরোধী সব কয়টি রাজনৈতিক দল | প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ঘরোয়া সভা পথসভা ও বিক্ষোভের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে | সোমবার সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ওপ্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এর নেতৃত্বে রাজধানীতে সংঘটিত হয় এক বিক্ষোভ মিছিল | সিপিআইএম ঢুকলে অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত মিছিল বিভিন্ন পদ পরিক্রমা করে গিয়ে মিলিত হয় এক পথ সভায় | সেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ত্রিপুরা থেকে এই সরকারটাকে উৎখাত করা শুধুমাত্র সময়ের অপেক্ষা | এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাক্তন সংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্য সিপিআইএম নেতৃবৃন্দ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাংলাদেশের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে চলছে রাজ্য ফুটবল সংস্থা।
Next post বিজেপি করার অপরাধে বাবাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে রান্না ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল পুত্র ও পুত্রবধূর দিকে।
%d bloggers like this: