লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে ফের মুখোমুখি আলোচনায় বসতে চলেছে ভারত-চিন। এই নিয়ে ১৬ তম বৈঠক হবে। আগে ১৫ বার দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক হয়েছে তাতে কোনও সুরাহা হয়নি। ফের মুখোমুখি বৈঠকে বসছে তাঁরা। কিন্তু এবারও আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটবে কিনা তাতে সন্দেহ রয়েছে। কারণ সীমান্ত নিয়ে অনড় অবস্থানে রয়েছে বেজিং।
কিছুতেই িনজেদের অবস্থান থেকে সরতে নারাজ তারা।