মঙ্গলবার থেকে দুই দিনের জেলা ভিত্তিক পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে উদয়পুর শিশু পার্ক ময়দানে । প্রদীপ প্রজ্জলন করে তার শুভ উদ্বোধন করেন গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী । এছাড়া উপস্থিত ছিলেন , কৃষি দপ্তরের ডাইরেক্টর শরদিন্দু দাস , গোমতী জেলার কৃষি দফতরের অধিকর্তা দীপঙ্কর দেব সহ প্রমুখ । এদিনের পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে গোমতী জেলার কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন , জেলাভিত্তিক পুষ্প প্রদর্শনী এই মেলায় গোমতী জেলা উদয়পুর মহকুমার চারটি জায়গা থেকে মোট ৩৫০ টি পুষ্প প্রদর্শনী মেলাতে অংশ নেয় । গত বছরের তুলনায় এই বছর পুষ্প প্রদর্শনী মেলায় অনেকটা ভীড় লক্ষ্য করা গিয়েছে । ফুলের বাহারি অনুষ্ঠানে মানুষ অনেকটাই তৃপ্তি পেয়েছে । নানা ফুলের বাহারি দেখে । অনুষ্ঠান শেষে পুষ্প প্রদর্শনী মেলা ঘুরে দেখেন সকল অতিথীরা ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৪ রাজনগর বিধানসভা ভিত্তিক এক সুবিশাল বাইক রেলি সংগঠিত করে সিপিআইএম কর্মীসমর্থকেরা।
Next post মথা- বি জে পি জোট! ১৬ টাতে রাজী মথা? দিল্লীর বৈঠক সফল? রাতের আপডেটে জল্পনা!
%d bloggers like this: