আবারো খবরের শিরোনামে জিবি হাসপাতাল l জিবি হাসপাতালে রোগীদের ব্যবহার করা সিরিঞ্জ, স্যালাইনের পাইপ, সহ অন্যান্য সামগ্রী ডাস্টবিনে ফেলে দেওয়ার পর জিবি হাসপাতালে কর্মরত অস্থায়ী বেশ কয়েকজন কর্মী সেই ব্যবহৃত জিনিসগুলি পরিষ্কার করে বাজারে পাঠিয়ে দিচ্ছে। এবার এই চিত্র ধরা পরল ক্যামেরায় l এদের মধ্যে এক কর্মীর নাম প্রদীপ দাস l সে জিবি হাসপাতালে ডুম হিসেবে কর্মরত। আর এই ব্যবহার করা সিরিঞ্জ, স্যালাইনের পাইপ, সহ অন্যান্য সামগ্রী কিনে ব্যবহার করছে রোগীরা l আর তাতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে রোগীরা l হাসপাতালের অস্থায়ী কয়েকজন কর্মী দের এহেন কার্যকলাপের কারনে ক্ষুব্ধ রোগীদের আত্মীয় পরিজনেরা l