বিজেপি দলের প্রার্থী ঘোষণা হতেই ২৭নং কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বর্তমান বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে নিয়ে বিজেপির কর্মীসমর্থকরা গোটা বিধানসভা এলাকার বেশ কয়েকটি পথে পদযাত্রা সম্পন্ন করে। শপথ নেয় আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের জমানত জব্দ করে উন্নয়নের নিরিখেই এলাকার বিজেপি প্রার্থীকে পুনরায় বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে রাজ্যে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠার। এদিন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ৫৬টি বুথেই এই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অঘোষিত বিজয় মিছিলের মহড়া দেখলো কল্যাণপুর বাসি। ১৬ই ফেব্রুয়ারির পর ২রা মার্চের অপেক্ষা বাকিটা সময়ে দেখা যাবে।।