সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন গোটা রাজ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। এদিন তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মণের উপস্থিতিতে মান্দাই বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী স্বপ্না দেবর্বমা জিরানিয়া মহকুমা শাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদিন নিজ দলের প্রার্থীর সঙ্গে মনোনয়ন পত্র জমা দিতে এসে এক সাক্ষাৎকারে দলের সুপ্রিমো বলেন , নির্বাচনে ক্ষমতায় আসলে আমরা আমাদের সংবিধানিক দাবি নিয়ে লড়াই করব। আর দাবি যদি পূর্ণ হয় তাহলে উন্নয়ন হবেই। ঢালাও হারে উন্নয়ন হবে বলে তিনি জানান l