আসন্ন বিধানসভা নির্বাচন l আগামী ১৬ই ফেব্রুয়ারি রাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতৃত্বরা নির্বাচনী প্রচারের জন্য দলে দলে আসছে রাজ্যে । ভোট প্রচারের জন্য তারকারাও আসতে শুরু করেছে রাজ্যে । শুক্রবার বিজেপি দলের হয়ে ভোট প্রচারে আসলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপর দিন তথা শনিবার সকালে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পাপিয়া দত্তের হয়ে রোড শো করলেন বলিউডের মহা নায়ক মিঠুন চক্রবর্তী । এদিন এই কেন্দ্রের ইন্দ্রনগর বাজার থেকে গাড়িতে চড়ে প্রচার করলেন অভিনেতা। প্রচার কালে মিঠুন চক্রবর্তী সঙ্গে ছিলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পাপিয়া দত্ত সহ দলের আরো অন্যান্য নেতৃত্বরা। সকলেই প্রিয় মহা নায়ক মিঠুন চক্রবর্তীকে দেখতে ভিড় জমায় l এক সাক্ষাতকারে এই কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী পাপিয়া দত্ত বলেন, প্রচারে বেরিয়ে যে পরিমাণ সাড়া পেয়েছেন তাই ১০০ শতাংশ জয় নিশ্চিত। রাজ্যে উন্নয়নের নিরিক্ষে মানুষ আবার বিজেপি সরকারকে চাইছে বলে প্রার্থী জানান । এদিন মহা নায়কের রোড শোতে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ভিড় ছিল উপচে পড়া l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিশালগড়ে রাজনৈতিক আক্রমণ। থমথমে পরিস্থিতি।
Next post কৈলাশহর স্থিত সিপিআইএম ঊনকোটি জেলা দপ্তরে পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা।
%d bloggers like this: