সংকল্প জনসমাবেশ” জন সমুদ্রের রূপ নিল খোয়াই বিমানবন্দরের মাঠে। সোমবার বেলা একটা থেকে খোয়াই বিমানবন্দরের মাঠে মানুষজন জড়ো হতে থাকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ থেকে কিছু শোনার জন্য। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে “বিজয় সংকল্প সমাবেশ” অনুষ্ঠিত হয়। এই সমাবেশ উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারি ডঃ মহেন্দ্র সিং, সাংসদ সমীর ওরাং, সাংসদ রেবতী ত্রিপুরা,বিজেপি জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী সহ খোয়াই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের বিজেপি ও আইপিএফটি মনোনীত প্রার্থীগণ। এদিনের এই সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল জনসমুদ্র।অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস জুটকে কটাক্ষ করে তীব্র ভাষায় আক্রমণ করেন জনসভার মঞ্চ থেকে।নৈরাজ্য আর অরাজকতার রাজত্বের অবসান ঘটিয়ে বিগত পাঁচ বছর এলাকার জনসাধারণের লালিত স্বপ্ন গুলি বাস্তব রূপ দিয়েছেন বিজেপি সরকার।
বিজেপি আইপিএফটি পাঁচ বছরের সরকারের সময়ে রাজ্যের কৃষকদের আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার পাঁচ বছরে পর্যটন ক্ষেত্র ১১ গুণ বৃদ্ধি করেছে। আগামী দেড় বছরের মধ্যে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির সম্পূর্ণ নূতন রূপে নির্মিত হবে এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে নতুন মন্দির। রাজ্যের তিনটি সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড তৈরি করা হয়েছে ২০ কোটি টাকা ব্যয়ে।