১২ টি রাজ্যের রাজ্যপাল বদল

[10:47 am, 12/02/2023] Gopa Pnow Script Writer: রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারি।এরপর রবিবার সকালে মহারাষ্ট্রের রাজ্যপালের ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখন মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে বেছে নেওয়া হল রমেশ বইসকে। তবে শুধু মহারাষ্ট্র নয়, আরও ১১টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে। এদিন সকালেই মোট ১২ রাজ্যের রাজ্যপাল বদলে নির্দেশিকায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রী লক্ষ্ণণ প্রসাদ আচার্যকে সিকিমের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।সিপি রাধাকৃষ্ণাণকে নিয়োগ করা হল ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে। শিব প্রতাপ শুক্লাকে নিয়োগ করা হল হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে। গুলাবচন্দ কাতারিয়াকে নিয়োগ করা হ অসমের রাজ্যপাল হিসাবে।অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নাজিরকে নিয়োগ করা হল অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসাবে। বিশ্বভূষণ হরিচন্দন, যিনি এতদিন অন্ধ্র প্রদেশের রাজ্যপাল ছিলেন, তাঁকে ছত্তীসগঢ়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। ছত্তীসগঢ়ের রাজ্যপাল অনুসুইয়া উইকিয়েকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশন, যিনি কিছুদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন, তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হল। বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে নিয়োগ করা হল বিহারের রাজ্যপাল হিসাবে। ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বইসকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। ব্রিগেডিয়ার বিডি মিশ্র, যিনি অরুণাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন, তাঁকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পশু চড়াতে গিয়ে বন্য দাঁতাল হাতির পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল ৪০ উর্ধ্ব এক বাক্তির।
Next post ৬ আগরতলা কেন্দ্র কার পক্ষে। সুদীপ না পাপিয়ার দিকে
%d bloggers like this: