সাত সকালে পশ্চিম থানার অন্তর্গত জয়নগর এলাকার বাসিন্দা কৌশিক লস্কর নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসি চুরি করতে এসে হাতে নাতে ধরা পরল এক চোর। ঘটনা মঙ্গলবার সকালে। সকালে ওই চোর গেটের উপর দিয়ে কৌশিক লস্করের বাড়িতে প্রবেশ করে এবং এসি মেশিনটি খুলে ফেলে।পরে বাড়ির মালিক এবং পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করলে ছুটে আসে এলাকাবাসী।এরপর ওই চোরকে হাতে নাতে ধরে ফেলে তারা। এলাকাবাসীরা ওই চোরকে উত্তম মধ্যম দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে দীর্ঘ সময়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ এবং চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায় আটক করা চোরের বাড়ি দক্ষিণ জয়নগর এলাকায় । কিন্তু তার নাম পরিচয় জানা যায়নি।এখন ঘটনা তদন্ত করছে পশ্চিম থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।