তাকমা এডিসি ভিলেজে কংগ্রেসের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক আলোচনাসভা ও যোগদানসভা।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনেরেখে সংগঠনকে শক্তিশালীকরেগড়ে তোলার লক্ষ্যে অন্যান্যদলের সাথে তালমিলিয়ে বিভিন্ন কর্মসূচী করেযাচ্ছে কংগ্রেস দল। এরইমধ্যে রাজ্যে কংগ্রেস দলের কর্মসূচীকে সাফল্যমন্ডীত করতে রবিবার শান্তির বাজার মহকুমার তাকমা এডিসি ভিলেজের তাকমা বাজারে কমিউনিটিহলে অনুষ্ঠীতহয় এক আলোচনা সভা ও যোগদানসভা। আলোচনা সভাশেষে কিছুসংখ্যক ভোটার বিভিন্ন দলত্যাগকরে কংগ্রেসেযোগদান করেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে কংগ্রেস কর্মীসমর্থকদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
