তাকমা এডিসি ভিলেজে কংগ্রেসের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক আলোচনাসভা ও যোগদানসভা।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনেরেখে সংগঠনকে শক্তিশালীকরেগড়ে তোলার লক্ষ্যে অন্যান্যদলের সাথে তালমিলিয়ে বিভিন্ন কর্মসূচী করেযাচ্ছে কংগ্রেস দল। এরইমধ্যে রাজ্যে কংগ্রেস দলের কর্মসূচীকে সাফল্যমন্ডীত করতে রবিবার শান্তির বাজার মহকুমার তাকমা এডিসি ভিলেজের তাকমা বাজারে কমিউনিটিহলে অনুষ্ঠীতহয় এক আলোচনা সভা ও যোগদানসভা। আলোচনা সভাশেষে কিছুসংখ্যক ভোটার বিভিন্ন দলত্যাগকরে কংগ্রেসেযোগদান করেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে কংগ্রেস কর্মীসমর্থকদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post স্ট্রীট লাইট এবং রাস্তা মেরামতের ক্ষেত্রে আগামী আড়াইশো ঘন্টা উনারা নজরদারি চালানো হবে
Next post পদত্যাগপত্র জমা দিয়ে বিস্ফোরক BJP’র মণ্ডল নেতা
%d bloggers like this: