বাড়ি ঘরে চুরির ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে পুলিশ কোনভাবেই চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছেন না।। ২১ তারিখ মঙ্গলবার পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া সুভাষপল্লী এলাকায় অনিমা দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।। অনিমা দাস জানান গতকাল রাতে সন্ধ্যার পর ঘরে তালা দিয়ে ডিউটি দিয়ে চলে যান তিনি।। ওই সময়তে খালি বাড়ি ছিল ডিউটি সেরে সকালে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের একটি জানালা ভাঙ্গা।।এরই মধ্যে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে অনিমা দাস।।তিনি জানান চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরেতে প্রবেশ করে স্বর্ণ অলংকার সহ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান।। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এবং ঘটনার তদন্ত করে।।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।