বন্য দাঁতাল হাতির যন্ত্রণায় বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছে তেলিয়ামুরা মহকুমার অধীন বিভিন্ন এলাকার লোকজনেরা। রাতের পর রাত জেগে কাটাচ্ছে তারা। প্রতি রাতে যখন হাতি তাণ্ডব চালায় তখন তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীদের হাজারো বার ফোন করার পর একবার সাড়া মেলে। ফলে হাতির তাণ্ডব বাঁচতে তেলিয়ামুরা মহকুমার মধ্য কৃষ্ণপুর, ভূমিহীন কলোনি সহ বিভিন্ন এলাকার লোকজন নিজেদের বাড়ির পাশে হাইভোল্টেজ বৈদ্যুতিক তার লাগিয়ে দেয়। কিন্তু বন দফতরের কর্মীরা হাইভোল্টেজ বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। বন দপ্তর কর্তৃক এহেনও কার্যকলাপে প্রাণ সংশয়ে ভুগছে এখন এলাকাবাসীরা। এদিকে এলাকাবাসীদের দাবি, যেহেতু বৈদ্যুতিক তার খুলে নিয়েছে বন দফতরের কর্মীরা, সেহেতু এর বিকল্প রাস্তা দেখিয়ে দিক বন দপ্তর। তবে এই বিশেষ অভিযানের নেতৃত্বে থাকা বন দপ্তরের কর্তা বাবু থেকে শুরু করে বনকর্মীদের উচ্চপদস্থ আধিকারিকদের এ প্রসঙ্গে জানতে চাইলে কোন এক অজ্ঞাতক কারণে তারা মুখ খুলতে নারাজ। এরফলে সহজ-সরল গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। বন দফতরের কর্মীদের ভূমিকায় ক্ষুব্ধ তারা।