পশ্চিম জেলার স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে অনুর্ধ 14, 17,19 যোগা বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে আগরতলা এনএসআরসিসি হলে | মোট ৩৮ জনকে বাছাই করা হবে এই পর্বে | শুক্রবার থেকে আগরতলা এনআরসিসিতে শুরু হয়েছে পশ্চিম জেলার স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে যোগা বাছাই পর্ব | অনূর্ধ্ব ১৪-১৭,১৯ বছর বয়সীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই বাছাই পর্ব | জানিয়েছেন এনআরসির যোগা প্রশিক্ষক |এদিন বাছাই পর্বকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় | সারা রাজ্য থেকেই খেলোয়াররা অংশগ্রহণ করেছে বাছাই পর্বে