গতকাল রাতে পনেরো মিনিটের ব্যবধানে দুই দুইটি বিকট শব্দ। মানুষের বুকের ভেতর কেপে উঠলো। চোখে মুখে তখন আতঙ্কের ছাপ।
শুক্রবার গভীর রাতে হাপানিয়া সুকান্ত পল্লী এলাকার ঘটনা। ঘড়ির কাটায় তখন আনুমানিক ১২ টা একটি বিকট শব্দ।
কিছু বুঝে উঠার আগেই আরও একটি অনুরূপ শব্দ। এলাকার মানুষ ঐক্যবদ্ধ হতেই সমাজদ্রোহীরা পালিয়েছেন এলাকা ছেড়ে। সূত্রে জানা গেছে, বাবুল সাহার বাড়িতে এই দুটি বোমা নিক্ষেপ করেছে বিজেপি দুষ্কৃতীরা। এবারের বিধানসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকারের হয়ে। এলাকার মানুষকে সাহস যোগিয়েছেন ভোট দেবার জন্য। আর এজন্যই এবার তাকে টারগেট করেছে বিজেপি দুরর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে পরদিন সকালে সি পি আই (এম) ডুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব, পার্টি নেতা অরিন্দম বিশ্বাস, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকারসহ এক প্রতিনিধি দল বাবুল সাহার বাড়িতে যান। তারা তার পাশে থাকার আশ্বাস দেন। সি পি আই (এম) নেতৃত্ব জানান, গোটা রাজ্যে আজ সমাজদ্রোহীদের দৌরাত্ম চলছে। বিজেপি জোট সরকারের পরাজয় নিশ্চিত করা ছাড়া এই অরাজকতা বন্ধ করার সুযোগ নেই। দুশরা মার্চ রাজ্যের শান্তি এবং উন্নয়নকামী মানুষের সরকার প্রতিষ্ঠা হলেই এধরনের সমাজদ্রোহীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। মানুষ শান্তি সম্প্রীতির পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতেই ভোটের বাক্সে রায় দিয়েছেন। বিজেপি নিজেরাও জানে তাদের পরাজয় নিশ্চিত। দলের কর্মীদের ধরে রাখতেই এধরনের ঘটনা সংগঠিত করছে বলেও দাবি করেন তারা।এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা বলেন রাত্রি বেলায় ঘটনায় পুলিশ এসেছে পরদিন সকালে ।